ঐশীর আইনজীবী রানা আদালতে বলেন, "যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার। " (সোর্স: বিডিনিউজ২৪) পেশার প্রয়োজনে হলেও তিনি সত্য উচ্চারণ করার চেষ্টা করলেন, তাকে ধন্যবাদ। যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরী করে, বিচার তাদেরই করা উচিৎ।
খবরে জানা যায়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের "ও" লেভেলের ছাত্রী ঐশী। আর তার বাবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ বিভাগের কর্মকর্তা ছিলেন।
তার পরিবার ও আশ-পাশের সমাজ নিয়ে আমরা একটা সাধারণ ধারণা এর মধ্যে পেয়ে যাই।
আমাদের দেশের প্রেক্ষাপটে ঐশী একটি উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের "মেধাবী" ছাত্রী। সংবাদমাধ্যমগুলো অবশ্য তাকে "বখাটে" বা "বখে যাওয়া সন্তান" হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু তাদের প্রচারিত নীতি অনুসারে সে অবশ্যই একজন স্মার্ট ও যুগ সচেতন মেয়ে।
অধিকার নিয়ে সুশীল সমাজ যখন খুব লিখছেন, তখন সে তো তার অধিকারের জন্যই লড়াই করেছে।
যদিও লড়াইটা যাদের ছাড়া লাইফ "ইম্পসিবল", সেই তাদের পাল্লায় পড়ে একটু "এ্যাগ্রেসিভ" হয়ে গেছে, এই যা। তবু সে অনুতপ্ত, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ইনহেলার নিতে নিতে সে বলেছে, "মা-বাবার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার হাঁপানি আছে। "
ঐশীর শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বেশ সময় নিয়ে ভিজিট করলাম। জাগতিক সম্মান অর্জনের কি নেই এই প্রতিষ্ঠানে! স্টাডি ট্যুরে প্রতি বছর আমেরিকাসহ উন্নত দেশগুলোতে পাঠানো হয় ছাত্র-ছাত্রীদের।
ক্লাস ফাইভ পর্যন্ত সিলেবাসে ধর্মের নামমাত্র উপস্থিতিও আছে। কিন্তু ওপরের ক্লাসে, এইট, নাইন ও টেনের সিলেবাসে ধর্ম নেই। যতদূর জানি GCE -এর 'ও' লেভেল পরীক্ষায় ইসলাম নেয়া যায়। কিন্তু এখানে, বরং হয়ত বাংলাদেশের প্রায় সব বা অধিকাংশ ইংরেজী মাধ্যমের স্কুলেই তা নেয়া/ দেয়া হয় না।
ইসলাম বা ধর্মশিক্ষা যখন নেই, তখন তাদের মাদকাসক্তি, উগ্র জীবন ইত্যাদি তো হবেই।
এটাই তাদের জন্য স্বাভাববিক, উল্টোটা অস্বাভাবিক। এই যে ক'দিন পরপর রিপোর্ট বের হয় ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার ওপর, সেগুলোতে তো স্পষ্টই উল্লেখ থাকে যে ইংরেজী মাধ্যমের স্কুলগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরাই এসবের ক্রেতা।
যাদের পরিবারে অভাব-অনটন, তারা এসব উচ্চবিত্তের মাদক সেবনের পয়সা পাবে কোথায়! অভাবের কারণে হলেও তাদের পারিবারিক বন্ধন টিকে থাকে। কিন্তু যাদের এই বাধা নেই, তাদের আর ইম্পসিবলদের বলয় থেকে বের করবে কে?
কাজেই, মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, বিলিভ ইট অর নট, আপনার আমার পরিবারও এক বা দুই প্রজন্মের মধ্যে এই পরিণতির দিকে যাচ্ছে। আপনাকে-আমাকেই হয়ত সেই পরিণতির ভিকটিম হতে হবে।
সময় এখনো যায় নি। নিজের সন্তানকে যদি সত্যিই ভালবাসেন, আজই তার কুরআন শেখার ব্যবস্থা করুন, হাদীস শেখার ব্যবস্থা করুন। দ্বীন শেখা ও প্রাকটিস করার ব্যবস্থা করুন।
মনে রাখবেন, আপনার সন্তানের জন্য সেরা ডিপোজিট ও বেস্ট গিফট, তার দ্বীন শেখার ব্যবস্থা করা।
আল্লাহ তায়ালা সহায় হোন।
আমীন
লেখক ইউসুফ সুলতান
বিস্তারিত "যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার। "------আদালতে ঐশীর আইনজীবী রানা - See more at: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।