সরকার কাল থেকে যদি আইন করে নাইট ড্যান্স ক্লাবে যে কোন নেশা বন্ধ। এবং যে কোন ধরনের নোংরামী বন্ধ করা হচ্ছে।
তাহলে আমাদের মধ্য অনেকেই রাস্তায়, ব্লগে প্রতিবাদ শুরু করবে। অনেকেই বলবে সরকার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কারন তখন আমরা আর পুর্তি করতে পারছি না।
আবার সে ক্লাবের একজন যখন মারাত্নক অপরাধে লিপ্ত হয়, তখন আমরা তাকে ধিক্কার দেই। আমার মনে হয় এ ধরণের ক্লাবের চেয়ে তুলনামূলক ভাবে পতিতালয় অনেক ভাল। তাই বলে পতিতালয়কে ভাল বলছিনা।
যা হোক এ ধরণের নাইট ইয়াবা ক্লাব বন্ধ করতে আমাদের আন্দলন করতে হবে।
আর যাদের মধ্য হিডেন ঐশীদের, পান্নাদের ও পরিমলদের মানসিকতা কাজ করবে, তারা চাইবেনা এগুলো বন্ধ হোক।
কারন তারা কথিত প্রগতিশীল।
তাই আসুন এগুলো বন্ধ করার আন্দোলনের মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর করি। নয়তো এমন ঘটনার সম্মুখীন বার বার পড়তে হবে। আধুনিক করার নামে দেশটাকে আর নষ্ট হতে না হয়, সে মানসিকতায় কাজ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।