মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা
এখন অনেক রাত খোলা জানালার পাশে বসে
আনমনে ভাবছি তোমার কথা।
আকাশে মেঘের মেলা দল বেদে খেলা করছে
মেঘের ফাকে ফাকে চাঁদ উকি দেয় আলো দেবে ভেবে,
এক সাথে পথ চলতে চলতে নিজের অজান্তে
কখন যে ভালোবাসার প্রান্তে হারিয়ে গিয়েছিলাম
কত মুটু ভরা স্বপ্ন দুহাতে বুনেছি।
ভালোবাসার রংধনু খেলা করে আমার আকাশের কোণে
তোমার মেঘে ঢাকা কষ্ট ধরা দেয় আমার হৃদয়ে
নিঃশ্বেষ হয়ে যায় ভাবনা,সময় চলে যায়
স্মৃতি গুলো পাহাড়া দেয় সারথীর মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।