http://www.somewhereinblog.net/blog/Paranoid
আজ প্রিয় কবি এবং বন্ধু নির্ঝর নৈঃশব্দ্যের জন্মদিন
পকেটে একটা পাখি আর বুকে সমুদ্র
এড়িয়ে চল রৌদ্রস্নানের পাপ
বৃষ্টি! আহা বৃষ্টি!
ছাতা পৃথিবীর অশ্লীলতম জিনিসের একটি
এইখানে বর্ষাকালে বৃষ্টি হয়
এইখানে সহস্র মানুষের ভীড়ে
কটুগন্ধী অব্যয়িকাগুলো হেলায় ছুড়ে ফেলে
মিনার্ভাকে ভোলার মত স্মৃতিভ্রষ্ট থুত্থুরে বুড়ো হবিনা কখনও জানি
নির্ঝর,
ঘুমিয়ে পড়িসনা রাতখোর
এখনও নিঃসঙ্গতার সাথে রমণ প্রক্রিয়া বাকি
তোকে কুঁড়ে খাক একাকীত্বের অভিশাপ
কারণ তুই করেছিস কবি হবার পাপ
নৈঃশব্দ্য!
কে শুনেছে নরক পতনের আর্তনাদ!
কে বুনেছে কাগজে বারুদ নিনাদ!
এরূপ রোপিত শব্দসন্ত্রাসের বীজ
মহীরুহ হলে পরে
কাগজের বৃক্ষের শীতল ছায়ায়
আশ্রয় খোঁজে
একটা চাঁদবালিকা
একটা চন্দ্রমল্লিকা
এবং আমাদের মত কাকমানুষেরা
যারা একটা ভালো কাক হতে পারেনি এখনও!
নির্ঝর নৈঃশব্দ্য!
বৈরী বাতাসের সমান্তরালে
ছাপাখানার ব্যস্ত যন্ত্রের কিম্ভুত আড়ালে
অথবা সংকোচিত সমুদ্রের অগভীরতায় হারালে
তোর মৃত্যুতে খুশী হবে যুগপৎ পেটিক্যাশেও দক্ষ সব্যসাচী ফার্মাসিস্ট
ফ্যাসিস্ট
রেসিস্ট
কিন্তু দয়াময় কবিতার ঈশ্বর
তাই অমরত্বের যন্ত্রণা তোর
নির্ঝর, রাতখোর!
শুভ জন্মদিন ফ্রেন্ডো!
# এই কবিতার দুটি লাইন নির্ঝরের থেকে নেয়া, ছবিটি নির্ঝরের আঁকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।