ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বছরই ইলেক্ট্রনিক দরপত্র পদ্ধতি (ই-টেন্ডারিং) শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ.কে. খন্দকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমে দরপত্র পদ্ধতি (ই-টেন্ডারিং) চালু হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ের ইমপ্লিমেনটেশন মনিটরিং ও ইভালুয়েশন ডিভিশনের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিট বাস্তবায়ন করছে। পুরো ক্রয়পদ্ধতি প্রক্রিয়াটি ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ইজিপি) নীতিমালায় থাকছে এবং এরই একটি অংশ হিসেবে শুরু হবে ই-টেন্ডারিং ব্যবস্থা।
ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ ধরনের কার্যক্রমের ফলে সরকারি কেনাকাটাসহ অন্যান্য কার্যক্রম সহজ হবে এবং স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। এর ফলে কেনাকাটায় দুর্নীতি হ্রাস পাবে। চলতি বছরের ডিসেম্বরে ই-টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে ইজিপি কার্যক্রম শুরু হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। এছাড়া এর জন্য প্রয়োজনীয় ডিজিটাল স্বাক্ষর পদ্ধতিও দ্রুত চালু করা হবে। কর্মশালায় বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
More: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।