আমাদের কথা খুঁজে নিন

   

এ বছরই দেয়া হবে থ্রি জি লাইসেন্স

:)

বাংলাদেশ সরকার ২০১০ সালেই থ্রি জি লাইসেন্সের জন্য নিলাম ডাকতে যাচ্ছে। নিলামে অন্তত চারটি কোম্পানিকে এই লাইসেন্স সুবিধা দেবে সরকার। জানা গেছে, মোবাইল টেকনোলজিতে চলতি বছর ভারত ও বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং বছর হতে যাচ্ছে কারণ দুই দেশই এ বছর থ্রিজি প্রযুক্তির জন্য নিলাম ডাকতে যাচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা জুন মাসের মধ্যে থ্রিজি লাইসেন্সের কাজ শেষ করে ফেলা। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভোডাফোনের মতো বড় কোম্পানিও বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়।

এমনকি তারা থ্রিজি এর নিলাম বিষয়েও আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি দেশের টেলিকম কোম্পানিগুলোও এই নিলামের ব্যাপারে আগ্রহী। এই নতুন পদক্ষেপ টেলিকম বাজারে নতুন গতির সঞ্চার করছে। এরিকসন ও হুয়াই এর মতো কোম্পানিগুলোও দেশে থ্রিজির ট্রায়াল চালাচ্ছে। থ্রিজি প্রযুক্তি যুক্ত হলে দেশের টেলিকমখাত সহ অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।

Reference: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.