ভালো কাজ করে সরকার পাঁচ বছরই পূর্ণ করবে বলে মন্তব্য করেছেন নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, এই সরকার জনগণের ভোটে পাঁচ বছরের জন্যই নির্বাচিত। ভালো কাজ করে সরকার পাঁচ বছরই পূর্ণ করবে। তবে আলোচনার দরজা এখনো খোলা আছে। সমঝোতা হলে সেটা পরে বিবেচনা করা যেতে পারে।
আজ সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, হরতাল-অবরোধ তুলে নেয়ায় প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি ভুল ছিল, এখন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।
তিনি বলেন, নবগঠিত মন্ত্রিসভা অত্যন্ত দক্ষ। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরো ভালো হবে।
উল্লেখ্য, গতকাল রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৮৪ সদস্যের মন্ত্রিসভা শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়।
গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে প্রথমে শপথ নেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে ২৯ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।