সাংবিধানিক রীতি অনুযায়ী এই সরকার পাঁচ বছর থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঠিকানা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, এই সংসদ নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। সাংবিধানিক রীতি অনুযায়ী এ সরকার পাঁচ বছরই থাকবে।
তিনি বলেন, বিগত আড়াই বছরে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি আরেকটি কাজ করেছে, তা হলো বিদেশিদের দুয়ারে ধরনা দেওয়া।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টসহ তাদের সেই বিদেশি বন্ধুরাও বলছেন, জামায়াত-হেফাজত থেকে দূরে থাকতে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের কথা না শুনলেও বিদেশিদের কথা শুনবেন।
তিনি বলেন, যারা পেট্রোলবোমা ও নাশকতা করে মানুষ মারে, তারা কীভাবে রাজনীতি করে তা আমার বোধগম্য নয়। অচিরেই এদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা প্রয়োজন বলে আমি মনে করি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আপনাদের প্রতি আহ্বান- আজ শপথ নিন আর নৈরাজ্য সৃষ্টি করবেন না।
শান্তি-শৃঙ্খলার জন্য কাজ করবেন।
ঠিকানা বাংলাদেশের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাসদের নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সভাপতি রেজাউল করিম, হুমায়ুন কবির মিজি প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।