আমাদের কথা খুঁজে নিন

   

রোজা রাখাটাও দায়-না রাখাটাও দায়, কি করি উপায়, বলো কি করি উপায়??

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

রোজা রাখাটাও দায়- না রাখাটাও দায়, কি করি উপায়, বলো কি করি উপায়?? যদি ঘুমে করি পার, রোজায় থাকেনাতো ধার। যদি জেগে থাকি হায়, শুধু শুধু ক্ষিদে পায়। কি করি উপায়, বল কি করি উপায়?? সময় কাটে না ঘরে, ঘড়ির কাঁটা না নড়ে। ঘরের বাহির হলে, আমি বেকার ছেলে- না জানি কিসের টানে, চোখ নারীর পানে- যায় ছুটে চলে যায়, তারে ধরা নাহি যায়- কি করি উপায়, বলো কি করি উপায়? রাতে সেহেরির পালা, এ যে ভীষন জ্বালা। ঘুমে কত যে আরাম, ঘুম হয় যে হারাম। ভোর রাতে জেগে কি আর, খানা খাওয়া যায়?? কি করি উপায়, বলো কি করি উপায়??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.