http://www.somewhereinblog.net/blog/Paranoid
আমাদের শিরীষ কবি। কবিতাও যেমন লেখেন ব্লগরব্লগর এও কম না! তাকে বিভিন্নসময় X #( জাতীয় ইমো ব্যবহার করতে দেখা যায়, যা কবি সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই জন্মদিনের পোস্টেও তাকে এই চান্সে ধিক্কার দেয়ার লোভটা সামলাতে পারছিনা
তীব্র ধিক্কার!
কিন্তু এই কারণেই শিরীষ আমাদের প্রিয়, এবং কাছের মানুষ। (গোপনে বলে রাখি সে কিন্তু ভয়াবহ মানুষ আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টা টিমের সদস্য )
তাই আজকে তাকে দুই ধরনের কেক,
আর দুই ধরনের, স্যরি নানা ধরনের অজস্র শুভেচ্ছা।
ভালো থাকো ফ্রেন্ডো সাথে থাকো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।