অবস্থাদৃষ্টে তো তাই মনে হচ্ছে। তা না হলে এমপির গাড়িতে এমপির পিস্তলের গুলিতে মারা পড়েছেন ইব্রাহিম, সেটা কিভাবে অন্য কারও দ্বারা ঘটা সম্ভব। আর পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মরেছেন ইব্রাহিম সেটা কি বিশ্বাসযোগ্য?
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই মারা গেছেন ইব্রাহিম Click This Link কিন্তু এখনও পর্যন্ত হত্যাকারী হিসেবে কেন তার নাম আসছে না আমি বুঝতে পারছি না।
আমার তো মনে হচ্ছে ঘটনা ঘটেছিল এমন। কোন কারনে হয়ত ইব্রাহিম শাওনের সাথে বাকবিতন্ডায় জড়িয়েছিল, রাগের মাথায় শাওন পিস্তল বের করে গুলি করে বসে ইব্রাহিমের একেবারে মুখের মধ্যে।
ইব্রাহিম মারা গেলে কি করবেন ভেবে না পেয়ে শাওন ড্রাইভারকে দিয়ে লাশ ঢাকা মেডিকেলে পাঠান।
এটাই হবে। তা না হলে ইব্রাহিম যদি নিজে থেকে পিস্তল নাড়াচাড়া করে গুলি খেতেন তাহলে খু্বই স্বাভাবিক যে শাওনের ড্রাইভার সাথে সাথেই তা শাওনকে জানাবেন। কিন্তু শাওন বলছেন তিনি সাড়ে ছটাই নিচে নেমে আসার পড়ে জেনেছেন ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছে। ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছে ছটায়।
তাকে হাসপাতারে নেয়া হল আটটায়, মাঝে দুইঘন্টা কি করা হল?
সরকার দলের এমপি না হলে সেইদিন সন্ধাই শাওনকে গ্রেফতার করার কথা ছিল। কিন্তু এখন তা করা হয় নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।