আমাদের কথা খুঁজে নিন

   

এমপি হোস্টেলের ফ্ল্যাট

রাজধানীর শেরেবাংলানগর ও নাখালপাড়ার এমপি হোস্টেলের শতাধিক ফ্ল্যাটই বর্তমানে বহিরাগতদের দখলে। সহযোগী দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাখালপাড়া এমপি হোস্টেলে সংসদ সদস্যদের নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে থাকছেন তাদের আত্দীয়স্বজন ও পরিচিতজনরা। সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও এসব বহিরাগত বছরের পর বছর নির্বিঘ্নে জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাট ব্যবহার করে আসছেন। বহিরাগতদের কারণে সেখানে থাকা এমপিদের নিরাপত্তা বিঘি্নত হচ্ছে। হোস্টেল দুটিতে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডেও বহিরাগতদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

গত বছর শেরেবাংলানগর এমপি হোস্টেলে এক তরুণী খুন হন। এসব ঘটনায় শঙ্কিত দুটি এমপি হোস্টেলে পরিবার নিয়ে থাকা সংসদ সদস্যরা। তারা এমপি হোস্টেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। কিন্তু বহিরাগতদের উচ্ছেদে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গৃহীত হয়নি। এ নিয়ে সংসদ সচিবালয়েরও কোনো উচ্চবাচ্য নেই।

সাবেক স্পিকার ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েও সফল হননি। স্মর্তব্য, জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০। তাদের মধ্যে যারা মন্ত্রিসভার সদস্য হন তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে। সংসদ সদস্যদের জন্য নাখালপাড়ার ৭টি ভবনে ৭৫টি ও শেরেবাংলানগরে ৬টি ভবনে ২১৬টি মিলে ২৯১টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের জন্য সংসদ সদস্যদের মাসে ৬০০ টাকা জমা দিতে হয় সরকারি তহবিলে।

এমপি হোস্টেলের শতাধিক ফ্ল্যাটে সংসদ সদস্যরা থাকেন না। তারা থাকেন রাজধানীর অভিজাত এলাকায় নিজেদের বাড়ি অথবা ফ্ল্যাটে। কেউ কেউ ভাড়া করা বিলাসবহুল বাসভবনে থাকেন। এমপি হোস্টেলে থাকেন আত্দীয়স্বজন, এমপিদের এপিএস, ব্যক্তিগত সহকারী, রাজনৈতিক সহকর্মী প্রমুখ। কোথাও কোথাও সংসদ সদস্যের বরাদ্দকৃত বাসা পাহারা দেয় তাদের নিয়োগকৃত দারোয়ান অথবা কেয়ারটেকার।

সংশ্লিষ্ট সংসদ সদস্য মাঝে মাঝে এসে সময় কাটিয়ে চলে যান। এমপি হোস্টেলে বহিরাগতদের অবস্থান নানা প্রশ্নের সৃষ্টি করেছে। আইন প্রণেতাদের দায়বোধ নিয়েও দেখা দিচ্ছে সংশয়। আইন অনুযায়ী সংসদ সদস্যদের বরাদ্দকৃত ফ্ল্যাটে আর কেউ বসবাসের অধিকার রাখেন না। এই অনিয়মের অবসান হওয়া উচিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.