সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............
ঢাকার জাদুঘর সমূহঃ
একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রাথমিক ও পর্যাপ্ত দুটো জ্ঞানই সর্ব সাধারণকে দিয়ে থাকে জাদুঘর সমূহ। ঢাকা শহরে সরকারী ও বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘরের সংখ্যা কম নয়। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাদুঘর সমূহ থেকে একটু ঘুরে আসা যাক।
বাংলাদেশ জাতীয় জাদুঘরঃ
১৯১৩ সালে "ঢাকা জাদুঘর" নামে প্রতিষ্ঠিত হয়। তখন বৃটিশ শাসনামল।
প্রাথমিক ভাবে পুরানো সচিবালয়ের (বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) একটি কক্ষে এ জাদুঘর ১৯১৩ সালের আগস্ট লর্ড কার মাইকেল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ববর্তী বছরে নলিকান্ত ভট্টশালীর উদ্যোগে এটি ঐতিহাসিক গবেষণার কেন্দ্রে পরিণত হয়। নিমতলী প্যালেম (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ার পাসা ভবনের ভিতরে) এর বায়োদুয়ারিতে এটি স্থানান্তরিত হয় এবং ১৯৮৩ সালে সাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর-এ রূপান্তরিত হওয়ার পূর্ব পযর্ন্ত এখানেই জাদুঘরের কার্যক্রম চলতে থাকে।
লক্ষ্য ও উদ্দেশ্য : বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শন সমূহ সংগ্রহ, সংরক্ষণ, প্রর্দশন ও এই সংক্রান্ত গবেষণা।
বিভাগ : মোট সাত (৭) টি।
ইতিহাস ও ধ্রুপদী শিল্প কলা জাতি তত্ত্ব ও অলংকরণ শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা, প্রাকৃতিক ইতিহাস সংরক্ষণ রসায়নাগার জনশিক্ষা ও প্রশাসন বিভাগ।
গ্যালারি : ৪৪টি
নির্দশন সংখ্যা : প্রায় পঁচাশি হাজার (৮৫,০০০)
সময়সূচী : শনিবার থেকে বুধবার : সকাল ১০.৩০-বিকাল ৪.৩০; শুক্রবার : বিকাল ৩.৩০ - সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও অন্যান্য সরকারী ছুটির দিন সমূহ।
প্রবেশ মূল্য : পাঁচ (৫) টাকা জনপ্রতি।
অবস্থান ও যোগাযোগের বিভাগ : শাহবাগ, ঢাকা।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা-১০০০। ফোন/ইমেইল/ওয়েব সাইট ঃ ৮৬১৯৩৯৬-৯৯, http://www.bangladeshmuseuom.gov.bd
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৬৬
প্রকৃতি ও অবস্থান : সরকারি-আগারগাঁও শেরে বাংলা নগর, ঢাকা।
লক্ষ্য ও উদ্দেশ্য : বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলা বিশেষ করে তরুণ শিক্ষার্থী প্রজন্মের মধ্যে বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা।
গ্যালারি : ছয় (৬)টি। ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, শিল্প প্রযুক্তি, মজার বিজ্ঞান ও শিশু গ্যালারি।
সময়সূচী : শনিবার-বুধবার ঃ সকাল ৯টা- বিকাল ৫টা আকাশ পর্যবেক্ষণ : শনি ও রবিবার সন্ধ্যা ৬টা-রাত্রি ৮টা পর্যন্ত (আকাশ মেঘ মুক্ত থাকা সাপেক্ষে)
সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন সমূহ।
প্রবেশ মূল্য : পাঁচ (৫) টাকা জনপ্রতি।
যোগাযোগের ঠিকানা : শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭, ফোন/ওয়েব সাইট ঃ ৯১১২০৮৪ www. nmstgov.bd|
পোস্টাল মিউজিয়ামঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৮৫
প্রকৃতি ও অবস্থান : সরকারী-ঢাকা জিপিও
লক্ষ্য ও উদ্দেশ্য : আধুনিক ডাক ব্যবস্থার গোড়া পত্তন থেকে বিভিন্ন সময়ে ব্যবহৃত ডাক সরঞ্জামাদি ও ডাক টিকিটের স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শন।
গ্যালারি : দুইটি (২) টি প্রদর্শনী কক্ষ।
সময়সূচী : রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকাল ৫টা।
সাপ্তাহিক ছুটি : শুক্রবার, শনিবার (অন্যান্য সরকারি ছুটির দিন সমূহ)
প্রবেশমূল্য : নাই
যোগাযোগের ঠিকানা : পরিচালক, পোস্টাল মিউজিয়াম, ঢাকা জিপিও, ঢাকা-১০০০, ফোন ঃ ৯৫৫২৫২৭।
বাংলাদেশ সামরিক জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৮৭
প্রকৃতি, অবস্থান : সরকারি বিজয়সরণি ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : বাংলাদেশ সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সমরান্ত্রের স্থায়ী সংরক্ষণ ও প্রর্দশন।
গ্যালারি : আট (৮)টি - দুই কক্ষ বিশিষ্ট।
সময়সূচী : শনিবার-বুধবার ঃ সকাল ৯টা- ৫টা
যোগাযোগের ঠিকানা : পরিচালক বাংলাদেশ সামরিক জাদুঘর- বিজয়সরণি, ঢাকা-১২১৫, ফোন ঃ ৮৭৫০০১১ বর্ধিত ৭৫৪২।
ভাষা আন্দোলন মিউজিয়ামঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৮৯
প্রকৃতি, অবস্থান : বেসরকারি, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : ভবিষ্যত প্রথম ও আর্ন্তজাতিক অঙ্গনের জন্য বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের সম্পর্কে যাবতীয় তথ্য এবং ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের স্মৃতি ও স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শন।
গ্যালারি : ছয় (৬) টি। গবেষণা, প্রদর্শন, ডকুমেন্টশন, কম্পিউটার আইটি, ফিল্ম ও তথ্য, প্রকাশনাও গ্রন্থাগার।
সময়সূচী : প্রতিদিন সকাল ৯টা- রাত্রি ৮টা।
সাপ্তাহিক ছুটি : নাই।
প্রবেশ মূল্য : নাই।
যোগাযোগের ঠিকানা : পরিচালক, ভাষা আন্দোলন মিউজিয়াম, বাড়ি ৫, সড়ক ১০, ধানমন্ডি আবাসিক এলাকা।
যোগাযোগ : ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫
ফোন, ওয়েব সাইট : ৯১১৪৯৯২, www. bhasha_andolon.org.bd |
শিশু জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৯১
প্রকৃতি, অবস্থান : সরকারি-বাংলাদেশ শিশু একাডেমী হাইকোর্ট।
লক্ষ্য, উদ্দেশ্য : শিশুদের মানসিক বিকাশ।
বিভাগ : দুই (২) টি।
গ্যালারি : ৯৬টি শো-কেস।
সময়সূচী : রবিবার-বৃহস্পতিবার; সকাল ৯টা-৫টা।
সাপ্তাহিক ছুটি : শুক্রবার, শনিবার
প্রবেশ মূল্য : নাই।
যোগাযোগের ঠিকানা : পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা-১০০০, ফোন : ৯৫৫৮৮৭৪।
ডাকসু সংগ্রহশালাঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৯১
প্রকৃতি, অবস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লক্ষ্য, উদ্দেশ্য : বাংলাদেশের জাতীয় ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে অবহিত করা।
গ্যালারি : এক কক্ষ বিশিষ্ট গ্যালারিতে জাতীয় জীবনের বিভিন্ন সময়ে ভাষা, গণতান্ত্রিক, অধিকার ও সর্বোপরি স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের অবদানের গুরুত্বপূর্ণ স্মারকসমূহের সংরক্ষণ ও প্রদর্শন।
সময়সূচি : সপ্তাহের প্রতিদিন খোলা
যোগাযোগের ঠিকানা : ডাকসু সংগ্রহশালা, ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আহসান মঞ্জিল জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৯২
প্রকৃতি, অবস্থান : আহসানুল্লাহ রোড, নওয়াব বাড়ি, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : ঢাকার নবাবদের ইতিহাস, ঐতিহ্য ও তাদের অবদান দেশ ও জাতির সামনে তুলে ধরা।
গ্যালারি : ৩১টি কক্ষে ২৩টি প্রদর্শনী
সময় সূচি : শনি-বুধবার, সকাল ৯টা-বিকাল ৫টা (অক্টোবর-মার্চ)। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত (এপ্রিল-সেপ্টেম্বর)।
সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন সমূহ।
প্রবেশ মূল্য : দুই টাকা।
যোগাযোগ ঠিকানা : পরিচালক, আহসান মঞ্জিল জাদুঘর, নওয়াব বাড়ি, ঢাকা-১০০০, ফোন : ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৯৪প্রকৃতি, অবস্থান : বেসরকারি, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও বাঙালি জাতির ইতিহাস বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা।
গ্যালারি : নীচ তলায় দু’টি কক্ষ যেখানে রয়েছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবনের সচিত্র প্রদর্শনী, দ্বিতীয় তলায় তিনটি কক্ষে বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র ও পারিবারিক জীবনের সচিত্র প্রদর্শন।
সময়সূচি : বৃহস্পতিবার থেকে মঙ্গলবার-সকাল ১০টা থেকে বিকাল ৫টা।
সাপ্তাহিক বন্ধ : বুধবার
প্রবেশ মূল্য : দুই টাকা
যোগাযোগ ঠিকানা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু ভবন, বাড়ি ১০, সড়ক-১২, (পুরাতন ৩২), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯, ফোন : ৮১১০০৪৬।
মুক্তিযুদ্ধ জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ১৯৯৬
প্রকৃতি, অবস্থান : বেসরকারি, সেগুনবাগিচা, ঢাকা।
লক্ষ্য, উদ্দেশ্য : ১৯৭১ সালে গণতন্ত্র ও জাতীয় অধিকারের জন্য পাক-বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশকে জনগণের বীরত্বপূর্ণ সশস্ত্র প্রতিরোধের প্রতি সম্মান প্রদর্শন এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচিত করানোর প্রয়াস।
গ্যালারি : ৬টি
সময়সূচি : সোমবার-শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা (অক্টোবর-ফেব্রুয়ারি), সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা (মার্চ-সেপ্টেম্বর)।
সাপ্তাহিক বন্ধ : রবিবার
প্রবেশমূল্য : ৫ টাকা
যোগাযোগের ঠিকানা : পরিচালক, মুক্তিযুদ্ধ জাদুঘর, ৫, সেগুন বাগিচা, ঢাকা-১০০০, ফোন : ৯৫৫৯০৯১।
বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ২০০০
প্রকৃতি, অবস্থান : সরকারি, ঢাকা সেনানিবাস।
লক্ষ্য, উদ্দেশ্য : স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট সংরক্ষণ ও প্রদর্শন।
গ্যালারি : ৬টি
সময়সূচি : শনিবার-বুধবার ৩টা-৮টা পর্যন্ত
সাপ্তাহিক বন্ধ : বৃহস্পতিবার ও শুক্রবার
প্রবেশ মূল্য : নাই
যোগাযোগের ঠিকানা : পরিচালক, বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা সেনানিবাস, ঢাকা। ফোন : ৮৭৫০০১১ বর্ধিত ৭৫৫৮।
বাঙালি সমগ্র জাদুঘরঃ
প্রতিষ্ঠাকাল : ২০০৪
প্রকৃতি, অবস্থান : বেসরকারি এলিফ্যান্ট রোড, ঢাকা
লক্ষ্য, উদ্দেশ্য : বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ধারাকে সমৃদ্ধ করতে যেসকল কীর্তিমান বাঙালি অবদান রেখেছেন তাদের সৃষ্টি ও কর্ম সংগ্রহ, স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শন।
গ্যালারি : চারটি বিভাগের আওতায় দুই হাজার বর্গফুটের দুইটি প্রদর্শনী কক্ষে প্রয়াত বিশিষ্ট বাঙালির পোট্রের্ট ও দুর্লভ স্মারক প্রদর্শিত হচ্ছে।
সময়সূচি : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা মধ্যহ্ন বিরতি দুপুর ২টা থেকে ৪টা, শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সাপ্তাহিক বন্ধ : শুক্রবার সকাল
প্রবেশ মূল্য : ২ টাকা
যোগাযোগের ঠিকানা : বাঙালি সমগ্র জাদুঘর, ২৩৫/২, এলিফ্যান্ট রোড, খায়ের ম্যানশন, বাটা সিগন্যাল মোড়, ঢাকা-১২০৩। ফোন : ৮৬২৩৩৪৬।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।