আমাদের কথা খুঁজে নিন

   

আমি কোন্‌ সুরে তোমায় ডাকি



হাসনা শোভিত রূপালী রাত আনমনা আত্নহারা আমি আজ দিশেহারা আমার ভিতরে এ যে নতুন আমি কেমনে বোঝাব তোমায় চোখের এ কেমন অচিন তিয়াস অঙ্গে অঙ্গে জাগে আদিম পিয়াস এত সেই লুকিয়ে রাখা গোপনীয় প্রাণ কি তা মানে কাঁচা প্রানে ভয় কী থেকে কি হয় রক্ত কণিকা উত্তাল মত্ত প্রাণ জুড়ে আদিম নৃত্য । প্রথমবার কোন নারী ধর্ষিত হয়েছিল তারো আগে যখন ধর্ষন পাঁপ পুন্য ভালো মন্দ ধর্ম অধর্ম শব্দ গুলোই মনুষের অজানা সেই আদিম পাঁপ পুন্য হীন যুগে কাম কাতর মানুষ কেমন করে তাঁর যৌন সঙ্গীর সম্মতি নিত যখন কেউ করো ব্যক্তিগত নয় এতদিন পর ব্যক্তিগত মানুষ আমি এসব ভুলেই গেছি । কোকিলাকে গানে গানে ডাকে কোকিল কামাতুর এহেন অবস্থা আমি কোন্‌ সুরে তোমায় ডাকি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.