কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। তোমার মাঝে এ কোন্ তুমি! কেমনে দিবে মোর চোখ ফাঁকি এ কোন পাথরের ন্যায় বরফ গলে শুধু পেলে তাহার পরশ সে কোন ভাগ্যবতী রমনী জানি শুধু আমি জানি। বিসর্জন দিবে তব প্রাণ রাখিতে তাহার মান জানে না কেহ সেই দান বুঝে না কেহ সেই মান। আড়ালে গাঁথিবে মালা জানিবে না কোন শালা নীরবে বলিবে কথা মুছিতে তব ব্যথা। যদি সেই ব্যথা কখনও উপচে পড়ে বাড়িয়েছি দু’হাত তোমার পানে ফিরিয়ে দিও না মোরে ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।