আমাদের কথা খুঁজে নিন

   

কোন্ দেশে আছি আমরা?

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য সীতাকুন্ডে উপকূলীয় সবুজ বেষ্টনীর ৫ হাজার গাছ কেটে ফেলেছে স্থানীয় প্রভাবশালীরা। এর আগেও জুলাইয়ে প্রায় ২০ হাজার গাছ কেটে ফেলেছিল ঐ চক্রটি। এরা হল স্থানীয় আওয়ামী ও বিএনপি রাজনীতির সাথে জড়িত কিছু লোক। রাতের আধাঁরে প্রায় ২ থেকে ৩ শ লোক এই গাছ কাটার মহাযজ্ঞে অংশ নেয়। বনরক্ষীদের অসহায়ভাবে চেয়ে দেখা ছাড়া আর করার কিছুই ছিল না। এতগুলো গাছ কেটে নিয়ে গেল আর প্রশাসন চেয়ে চেয়ে দেখল! এ কোন্ দেশে বাস করছি আমরা? এতগুলো গাছ নির্মমভাবে হত্যা করে পরিবেশ বিপন্ন করার দায়দায়িত্ব কে নেবে? লাখ লাখ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে যারা তারা এত শক্তিশালী কেন? কোথায় আমাদের প্রধানমন্ত্রী, কোথায় আমাদের পরিবেশ ও বনমন্ত্রী? কোথায় আমাদের সুশীল সমাজ? কেউ কি নেই ওদের থামানোর? এদেশে আইনের শাসন কি গালভরা বুলি নয়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.