জীবন এর গল্প অােছ বািক অল্প
মাত্র দশ মাসে বিনিয়োগের টাকা বেড়ে হবে দ্বিগুণ। পাঁচ মাসে উঠে যাবে লগি্ন, বাকি পাঁচ মাসের আয় পুরোটাই লাভ। এমন লাভজনক বিনিয়োগ আর হতে পারে না। সুতরাং নারী পুরুষ নির্বিশেষে হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই। দেশে একাধিক মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি থাকলেও এ প্রতিষ্ঠানটি ঠিক তেমন নয়।
দৃশ্যমান কোন পণ্যের বিপণন নেই। তার পরও বাড়তি আয়ের আশায় বিনিয়োগ হচ্ছে অর্থ। বিনিয়োগের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি লাভের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। নেট সমপ্রসারণের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যনত্ম অঞ্চলেও। কিন্তু এ ধরনের হাইব্রিড ব্যবসার ভিত্তি কিংবা সরকারী কোন অনুমোদন আছে কিনা সে প্রশ্ন যেমন রয়েছে, তেমনিভাবে শেষ পর্যনত্ম তাদের খপ্পরে পড়ে বিনিয়োগকারীরা সর্বস্বানত্ম হলে এর দায় সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নেবে কিনা সে প্রশ্নও উঠেছে।
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে 'ইউনি-পে ২ইউ বাংলাদেশ লিমিটেড' নামের এ প্রতিষ্ঠান। ঢাকার পর এখন চট্টগ্রামেও চলছে রমরমা বাণিজ্যিক কার্যক্রম। দেশের অন্যান্য এমএলএম কোম্পানি কিছু পণ্য কিংবা প্যাকেজ মার্কেটিং করলেও ইউনি পে'র এ ধরনের কোন কিছু নেই। চট্টগ্রামে এ প্রতিষ্ঠানের কারবার চলে আসছে বছরখানেক ধরে। কিন্তু এরই মধ্যে এ ব্যবসার খবর ছড়িয়ে পড়েছে।
ফলে এর প্রতি সাড়াও বাড়ছে। খোঁজ নিয়ে জানা যায়, এ প্রতিষ্ঠানের ব্যবসা মূলত এফটিসি (ফেডারেল ট্রেড কমিশন) ভিত্তিতে। মালয়েশিয়া ভিত্তিক এ প্রতিষ্ঠান আহরণকৃত এ বিপুল পরিমাণ অর্থ স্বর্ণের ব্যবসায় লগি্ন করে বলে সংশিস্নষ্টরা জানায়।
ইউনি-পে ২ইউ বাংলাদেশ লিমিটেড কোম্পানির চট্টগ্রাম অফিসে মঙ্গলবার গিয়ে দেখা যায় বিনিয়োগকারীদের ভিড়। তন্মধ্যে যুবক যুবতীর সংখ্যাই বেশি।
ল্যাপটপ ব্যবহার করে বেশ সাবলীল উপস্থাপনার মাধ্যমে নতুন আগতদের বিনিয়োগ সংক্রানত্ম ধারণা দিচ্ছেন পুরনোরা। সেখানে মোটা অঙ্কের অর্থ লেনদেন হতেও দেখা যায়। View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।