আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র রমযান মাস ও আমার কিছু কথা

Dream Today,Create Tomorrow........

পবিত্র রমযান মাস...................... সকল মাসের চেয়ে উত্তম মাস। রহমত, বরকত ও নাযাতের মাস। এই মাসের ফযিলত সম্পর্কে কম বেশী, স্পষ্ট-অস্পষ্ট সবাই কিছু না কিছু জানি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমারা যে যতটুকু-ই জানি তার কতটুকু আমরা মানি................... আমাদের এই মাস কে দেয়া হয়েছে সংযমের প্রকৃত বিষয় কে উপলদ্ধি করার জন্য। নিজের সকল পাপকে মোচন করার জন্য কিন্তু সারাদিন রোযা রেখে দেখা যায় ঠিকমতো সালাত আদায় করা হয় না। আবার ইফতারের সময় এতো আইটেম করা হয় যে খেতে খেতে মাগরীবের নামায আর আদায় করার ইচ্ছে বা সময় থাকে না।

সারাদিন তাহলে এই উপোস থাকার মানেটা কি.......? এই মাসে আল্লাহ তায়লা সকল কিছুতেই সংযমের কথা বলেছেন। রোযা রাখা মানে শুধু না খেয়ে থাকা নয়, সাথে সাথে কথা, দৃষ্টি, আচার-আচরন, কর্ম, চিন্তাধারায় ইত্যাদি সকল বিষয়ে সৎ ও সংযমের পরিচয় দিতে বলেছেন। আমরা কি তা করতে পারছি.......? ঐ ব্যাক্তির মতো হতভাগা নাকি আর কেউ নয় যে একটি রমযান মাস পেয়েও তার নিজের পাপগুলো থেকে নিজকে মুক্ত করতে পারলো না। এই রহমত, ফযিলত এবং নাজাতের মাসে কি আমরা এমন করে কেউ ভেবে দেখেছি যদি এটাই হয় আমার শেষ রমযান মাস? যদি আজকের রোযা-ই হয় আমার জীবনের শেষ রোযা? তাহলে আমার কি হবে....? কি নিয়ে যাবো পরকালে? মৃত্যুকে কি আমরা কেউ অস্বীকার করতে পারি? দুঃখের বিষয় যে আমরা কারও সাথে দেখা হলে রোযা সম্পর্কে কিছু না করে জিজ্ঞাস করে জিজ্ঞাস করি, আজ কোথায় ইফতার করবেন? কি কি আইটেম করলেন? কোথা থেকে ইফতারী কিনলেন? ঈদের শপিং হইছে কিনা? এবার শপিং এর বাজেট কতো ইত্যাদি.......... দীর্ঘ এক মাসে যদি আমরা আমাদের জীবনের সকল পাপগুলোকে মুছতে না পারি তবে আর বড় ব্যর্থতা আর কি থাকতে পারে? দেখতে দেখতে ৫টি রোযা শেষ হয়ে গেল। এমনি করেই চলে যাবে ২৯ কিংবা ৩০টি রোযা।

সময় চলে গেলে যেমন তাকে আর ফিরিয়ে আনা যায় না তেমনি সময় থাকতে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দরকার। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমযান মাস। আল্লাহ আমাদের সবাইকে রমযান মাসের মর্যদা ও গুরুত্ব বোঝার তওফীক দান করুক। আমীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.