বাল্যবিবাহ
হঠাৎ সেদিন পুরনেো ওয়েটিংরুমে
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে
রাজকীয় ইজি চেয়ারের হাতলে বসা
নূরজাহানকে দেখি, গোল টেবিলের সামনে!
হাতে রুপোর বালা, গলায় হাঁসুলী
মুখে পান, কানে পিতলের মাকড়ী
জাবর কাটা মুখে লালচে দাঁত
পরনে কমদামী পাবনা স্পেশাল শাড়ী!
সাথে করণিক স্বামী আর
গুটি কয় আন্ডা-বাচ্চা ছেলে মেয়ে
“চিনতে পার আমাকে?” খুবই সংকোচে
জিগেস করি সামনে গিয়ে ।
ঘোলাটে চোখে চেয়ে দেখে
মাথা নাড়ে আর পিচ্কি ফেলে
দেয়ালের রং রাঙায় রক্ত লালে
স্মৃতি মুছে গেছে সময়ের তালে তালে!
হাস্যমুখী বেণী দোলানো কিশোরী
ছটফটে চঞ্চল সেই স্কুলের নূরজাহান
আমি সদ্য পাশ স্মার্ট এক তরুণী ডাক্তার
অথচ চব্বিশে বুড়ি বান্ধবী নূরজাহান!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।