আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কাছে জানতে চাই, বুদ্ধদেব



বুদ্ধদেব, তোমার ব্রাহ্মণ মনের কাছে হেরেছে কি আমার শুদ্রমন? শুধু আমি নই, জানতে চায় তোমার আমার জন্ম না নেয়া সেই শিশুটিও। আমরা জানতে চাই,বুদ্ধদেব তুমি ভালো আছো তো? অনিন্দিতার স্বামী হয়ে? তোমার বাবা, মা, বোনের চোখে খুশির ঝিলিক দেখে? তোমার ভাই এর সেই গর্বিত ভংগী দেখে? তোমার মামার সেই ভয় কাটাতে পেরে? কোনো নমশুদ্র তোমাকে জয় করতে পারেনি এই অহংকার কি তোমার জন্মদাত্রীকে সুখ দিতে পেরেছে? আমি জানতে চাই, বুদ্ধদেব জ্বলেশ্বরী তলার যে বাড়িটা আমার স্বপ্নে হানা দিত সবসময় তোমার বাসর সেখানে কেমন হয়েছে? পেরেছ কি তুমি অনিন্দিতার গর্ভে বিশুদ্ধ সন্তান প্রতিস্থাপন করতে? বুদ্ধদেব, তোমার ব্রাহ্মণ মন পেরেছে কি জয়ী হতে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.