সত্যিকারের বন্ধু হউ
কলম্বাস যদি বিবাহিত হতেন তাহলে কখনোই আমেরিকা আবিস্কার করতে পারতেন না।
কারন তাকে আগে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিতে হতো।
১। তুমি কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? কেন যাচ্ছ?
২। কি আবিস্কার করতে যাচ্ছ?
৩।
এত লোক থাকতে তোমাকে কেন যেতে হবে?
৪। তুমি যখন থাকবেনা, আমি কিভাবে থাকব?
৫। আমি কি তোমার সাথে যেতে পারি?
৬। তুমি ফিরবে কখন?
৭। রাতে বাসায় ফিরে খাবে তো? আমার জন্য কি আনবে বল?
৮।
তুমি আমাকে ছারা একা একা নিশ্চই কোনো পরিকল্পনা করেছ।
৯। পরবর্তীতে তুমি এমন প্রোগ্রাম আরো করতে যাচ্ছ- উত্তর দাও কেন?
১০। আমি আমার বাপের বাড়ি চললাম, তুমি আগে আমাকে সেখানে পৌছে দাও।
১১।
আমি আর কোনোদিন আসবনা।
১২। আচ্ছা, আচ্ছা বলতে তুমি কি বুঝাচ্ছ?
১৩। তুমি আমাকে ঠেকাচ্ছ না কেন?
১৪। আমি বুঝতে পারছিনা এই আবিস্কার টা আসলে কিসের আবিস্কার?
১৫।
তুমি সবসময় এরকম কর।
১৬। গতবারও তুমি একই কাজ করেছিলে।
১৭। এখন থেকে তুমি এ ধরনের ছন্নছারা কাজ করতেই থাকবে?
১৮।
আমি এখনো বুঝতে পারছিনা, এমন কি আছে যা এখনো আবিস্কার হয়নি?
আপনাদের যাদের মাঝে প্রতিভা আছে তারা যদি বিয়ে করতে চান তাহলে আগে ভেবে নিবেন যে উপরের প্রশ্নের জবাব কি আপনি ঠিক মত দিতে পারবেন? যদি পারেন তাহলে রিস্ক নিয়ে বিয়ে টা করে ফেলেন। আর না পারলে এখনো সময় আছে ভাগেন………………. আর বেশী কিছু বললাম না। বললে হয়তো এখনি লাঠি নিয়ে আমাকে খোজা শূরু করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।