বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
শোন কালো মেয়ে
তুলেছ ঝড় আমার মনে
কেন চলে যাও হেয়ালী চেয়ে
দুষ্টুমি হাসি লুকিয়ে
যাও-না তুমি, যাচ্ছ চলে
আবার কেন মুখ ফেরালে
আমি যে আর পারছি না গো
তোমায় ছেড়ে থাকতে দূরে
দিনের আলো হার মেনেছে
শ্যামা রংয়ের আলোর কাছে
মায়া মুখে, চাইলে কেন আমার দিকে?
হাসলে কেন মিষ্টি করে!
সেই তো গেলে অভিমানে মুখ ফিরিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।