মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
কয়েক বছর আগের কথা।
দিনটি ছিল বৈশাখের মাঝেকার।
আকাশের দিকে তাকালে মনে হতো আকাশ অনেক শুকিয়ে গেছে। বৃষ্টি যেনো আর হবে না। নানা মানুষের নানা মত।
যা ইচ্ছা তা বলেই চলছে।
বিকেল বেলা।
আকাশে ঠিকই কালো মেঘ দেখা গেল।
মূহুতের মাঝে আধারে ভরে গেলো।
বৃষ্টি হলো।
প্রচণ্ড বাতাস বয়ে চলছে।
বাড়ির পাশের নারকেল গাছগুলোর পাতা চুলের মতো এলোমেলো করে দুলতে লাগলো।
মাঝে মাঝে শব্দ। ভয়ানক শব্দ। বাড়ির ছোট বাচ্চারা ভয়ে কাপছে।
বড়রা সান্ত্বনা দিলো। ভয় নেই- কিছু হবে না।
কয়েক ঘণ্টার পরই বাড়ির নিকটে অনেক লোকের ভীড়।
কাছে গিয়ে দেখলাম শাহাব গাছের নিচে পড়ে আছে।
স্বজনরা কাদছে।
কান্নার শব্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
নিথর হয়ে গেলাম।
শব্দ বের হচ্ছে না আমার মুখ থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।