মিয়াজী
চেহারাটা কালো বলে ছোটবেলা মা-বাবা আদর করে ডাকতেন কালো পেত্নী বলে । বিয়ে দেওয়ার জন্যে শত চেষ্টা করেও পারেননি একটি পাত্র যোগাড় করতে, না পারলে কি হবে অদম্য ইচ্ছা এবং আশা সবসময়ই তাড়িয়ে বেড়াতো আমাকে , ..যদি কোনো রাজপুত্রের সাথে বিয়ে হতো আমার ! আশায় বুক বেধে রইলাম । এভাবে একে একে কেটে গেল ৬০টি বছর । ঘুমের ঘোরে হঠাৎ একদিন খোয়াব দেখলাম কোনো একটি দেশের রাষ্ট্রপতি এসেছেন আমাকে দেখতে, তিনি নাকি আমাকে বিয়ে করবেন । চেহারাটা দেখতে ঠিক রোবটের মতো , শরীরটাও ।
বয়স ৮০ কি ৯০ । বুড়ো বয়সে নতুন করে আশার সঞ্চার হলো । যেই প্রস্তাব সেই কাজ, খুব ধুমধামের সাথে বিয়ে হলো । রাষ্ট্রপতির ভবনে কি সুন্দর করে বাসর ঘর সাজানো হলো ! মহা আনন্দে বাসর রাত কাটালাম । খুব ভোরে ঘুম ভাঙ্গল, উঠে দেখি বাবার বাড়িতে যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।