জাতীয় শোক দিবসে নোয়াখালী জেলা প্রশাসন আজ এক আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরণ, পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারি, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্ররস্কার বিতরণ করেন।
বিকেলে দলীয় কর্যালয়ে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।