আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হল থ্রিডি স্টুডিও ম্যাক্স এর টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক পোস্ট !! তো দেরি কেন?

ভাল লাগার ও না লাগার কিছু কথা

সবাই কেমন আসেন ? মনে হয় ভাল আজ আমি থ্রিডি ম্যাক্স নিয়ে লেখা শুরু করলাম আশা করি আপনারা পাশে থাকেলে এই টিউটোরিয়াল সুন্দর ভাবে শেষ করতে পারবো । আমরা বর্তমানে সিনেমা , নাটক , ম্যাগাজিন ইত্যাদি সর্বত্র কম্পিউটার গ্রাফিক্স এ কাজ বেশি দেখতে পাই । CGI অর্থাৎ Computer Graphics Imagery ভিত্তিক এ সমস্ত কাজ কপমিউটার এর ব্যবহারিত বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে করা হয় । আর এ ধরনের গ্রাফিক্স সফটওয়্যার থ্রিডি স্টুডিও ম্যাক্স , এটি এখন অনেক জনপ্রিয়তা অর্জন করেছ । এটি মার্কিন যুক্তরাস্ট্রের Autodesk.inc তৈরি করেছে ।

আপনি এই সফট দিয়ে যেকোন গ্রাফিক্স তৈরি , এডিটিং , মডেলিং সহ ইত্যাদি কাজ করতে পারবেন । আপনারা থ্রিডি স্টুডিও ম্যাক্স এর সকল লেখা এক সংগে এখানে পরতে পারবেন । প্রতিদিন এ এখানে একটি করে থ্রিডি স্টুডিও ম্যাক্স এর টিউটোরিয়াল দেয়া হবে । http://bdtutorial24.com সবাই কে ধন্যবাদ । কোন প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.