আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনা করলেই আর বদনাম করলেই মানুষ হউয়া যায় না (একটা আবালীয় পোস্ট)...

আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের

রোজার মাস। অনেক সংযমের মাস। তাও আর চুপ থাকা যাচ্ছে না। প্রতিবাদ করা দরকার। দেশটা ধর্মনিরপেক্ষ করা হইছে বলে কি এখন সব ধার্মিক দের অপমান করতে হবে নাকি ? তারপরও দেখা যাচ্ছে ইদানিং মুসলিম আর ইসলাম এর খুব কট্টর সমালোচনা করতেছেন কিছু জ্ঞানী গুণী ব্লগার।

কি বুঝাতে চায় তারা ? ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললেই মানবতা বিধান হইলো ? তাইলে তারা কি বুঝে না, তারা মানবতার নামে কোটি কোটি ধর্মপ্রান মানুষের অপমান করতেছে ? মানুষের দীর্ঘদিনের বিশ্বাস কে তুচ্ছ করতেছে। থাকুক না যে যার বিশ্বাস নিয়ে, খুচানোর দরকার কি। তারা তো আর কারো ক্ষতি করতেছে না। একেক জন মুসলিম নাম ধরে ইসলামের বদনাম করে, সব গুলার কপালে কি আছে একটু দেখার সাধ ছিল কিন্তু কেয়ামত পর্যন্ত তো আর বেচে থাকা সম্ভব না। সবশেষে বলি, হে নাস্তিকগণ, হে বদনামকারী, শরীরের চামড়ার নিচে তো এখন গরম রক্ত বয়ে যাচ্ছে তাই কাউকে পরোয়া করতেছ না, তোমাদের বলি- ঐ রক্ত একদিন শীতল হবে, তখন কে তোমার গায়ে কম্বল তুলে দিবে তা নিয়ে একটু ভেবে দেখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।