আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক বিড়ম্বনা



আজকাল ময়মনসিংহের রাস্তায় বের হওয়া এক ভীষণ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। একেতো ভীষণ গরম, তারপর traffic jam। এরসাথে মরার উপর খাড়ার ঘা হিসাবে যুক্ত হয়েছে রিক্সাওয়ালা মামাদের মাত্রাতিরিক্ত ভাড়া চাওয়ার অভ্যাস। সারাদিন ক্লাস করে ক্লান্ত হয়ে যখন বাড়ি যাবার জন্য তাদের স্মরনাপন্ন হই, তখন তাদের এই 'অযৌক্তিক' (এবং সেই সময় সামান্য 'অমানবিক') আব্দার একই সাথে খুব রাগান্বিত, হতাশ আর দ্বিধাগ্রস্ত করে তোলে। রাগান্বিত হই এদের 'careless' আচরণে (এমন একটা ভাব, না গেলে না যাবেন, আমার কি?)।

হতাশ হই, যখন দেখি রাস্তায় হাটার জায়গাটুকু নেই যে রাগ দেখিয়ে হেঁটে চলে যাবো (যে রাস্তার হাল, এমনিতেই সরু, তার উপর রাস্তা সংস্কার চলছে, তারও উপর traffic jam)। আর বেশ দুর্বল আর অসহায় ও লাগে সেই মুহুর্তে। আর দ্বিধাগ্রস্ত : এদের কি দোষ দেওয়া উচিত। এরাও তো মানুষ। সারা দিন হার ভাঙা খাটুনি খেটে কত টুকুই বা উপার্জন করে এরা? এদের সাথে খারাপ ব্যবহার করতেও ইচ্ছা হয় না।

কিন্তু পরিস্থিতি খুব লাগাম ছাড়া মনে হচ্ছে। আগে এক দুই বছর পর কিছু ভাড়া বাড়তো, এখন কিছু দিন পর পর ই ভাড়া বাড়িয়ে দিচ্ছে। দশ টাকার নিচে কোনো জায়গায় যাওয়া যায় না (সেটা যদি রাস্তার এপার থেকে ওপার হয়, তাও না)। আমাদের মত student দের জন্য এটা খুবই সমস্যাজনক। এর কি কোনো সমাধান নেই?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।