তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর/ এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। ।
জীবনে রবীন্দ্রনাথ অনেক অসাধ্য সাধন করেছেন; এখন দেখা যাচ্ছে মরনের পরেও তিনি দূঃসাধ্য সাধন করে চলেছেন। রবীন্দ্রনাথ সব সময় ছিলেন বাংলাদেশ-ভারত সম্পর্কের সেতুবন্ধন। কবি এখন হতে যাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতেও সম্প্রীতির সেতুবন্ধন।
রবীন্দ্র জন্ম সার্ধশত বার্ষিকী পালিত হবে আগামী বছর। এই উপলক্ষে বাংলাদেশ, ভারত ও ইউনেস্কো নানা কর্মসূচী হাতে নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমকটি এলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে।
বিশ্বকবির জন্মের দেড় শত বছর পূর্তী উদযাপনের জন্যে যে জাতীয় কমিটি গঠিত হয়েছে সেই কমিটিতে রয়েছেন শেখ হাসিনা, খালেদা জিয়া এবং এরশাদ, বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানসহ দেশের রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ১৫৬ জন নাগরিক।
ভীষনভাবে প্রত্যাশা করছি বিশ্বকবির জন্ম বার্ষিকী উপলক্ষে আমাদের দেশের ক্লেদাক্ত রাজনীতির দূষন ধুয়ে মুছে যাবে।
ঐক্যের আনন্দ ধারা বহিবে সোনার বাংলায়।
কমিটিতে যারা আছেনঃ
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান, শেখ রেহানা, বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, ররীন্দ্র চর্চা কেন্দ্রের সভাপতি আহমেদ রফিক, শিল্পী পাপিয়া সারোয়ার প্রমূখ রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।