বাঙ্গাল মানুষ
রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় জামায়াত নেতাদের আমন্ত্রণ জানিয়ে সামনের সারিতে আসন সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের আসন নির্দিষ্ট না থাকার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ ওই সভা বর্জন করেছে। গতকাল সোমবার রংপুর টাউন হলে পৌর পরিষদের আয়োজনে সভায় বিভাগীয় কমিশনারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিভিন্ন সূত্র জানায়, রংপুর বিভাগের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে পেশাজীবী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে পৌর পরিষদ। মুক্তিযোদ্ধারা আমন্ত্রণ পেয়ে সভায় যোগ দিতে সকাল সাড়ে ১০টায় টাউন হলে যান। অনুষ্ঠানে সামনের সারিতে জেলা জামায়াতের আমির মাহবুবার রহমানসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বসেছিলেন।
কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোনো আসন নির্দিষ্ট ছিল না। সেখানে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের তো বসার জায়গাই ছিল না। আর সামনের সারিতেই স্বাধীনতা ও মানবতাবিরোধী জামায়াতে ইসলামীর জেলা নেতারা বসেছিলেন। এ অবস্থায় সভা বর্জন করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
’
এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রংপুর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আশরাফুজ্জামান দুদু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সামনের সারিতে আসনের ব্যবস্থা করার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা সভা বর্জন করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।