একটা বছর শুরুর যেমন মজা একটা বছর শেষ হওয়ারও একটা মজা আছে। বছর শেষ হওয়ার টাইমে একটা গভীর অনুশোচনামূলক আবহাওয়া সবর্ত্র ছড়িয়ে পড়ে। সবার ভেতরেই এমন একটা উপলদ্ধি আসে, এই বছর যা হবার হইছে। আর এরকম চলতে দেয়া যাবেনা। সামনের বছর ঠিক ভালো হয়ে যাবো।
এমনি প্রতি বছর ভালো হতে হতে আমি প্রায় ভালো হবার দোরগোড়ায়। যদিও শেষ পর্যন্ত অল্পের জন্য সেখানে পৌছাতে পারিনা। তবে আমি ভালো হবার কথা ভাবি। প্রতিবছর কমপক্ষে দুইবার ভাবি।
এক তিরিশে চৈত্রে, আরেক থার্টিফার্ষ্টে।
বছর ঘুরতে না ঘুরতে আমার সেই উপলদ্ধি এখন নতুন বছরের মতো আমার দরজায় কড়া নাড়ছে।
আমিও নতুন করে ভালো হবার ঘরে পা দেব বলে দরজা খুলতে প্রস্তুত।
আশা করি আমার আপনাদের দোয়া আমার সাথে আছে।
আপনারাও চান পৃথিবীতে আরেকটা মানুষ ভালো হোক।
তাই আমি ভালো হবার পথে প্রায় এসে গেছি।
আপনার যারা এই কাফেলায় শরিক হতে চান। হয়ে যান। ভালো হয়ে যান। ভালো হলে বুঝবেন, ভালো হবার কত দাম। ভালো হলে যে কত ভালো লাগে।
আর একটা কথা বলি, আজ যদি এরিষ্টটল বেঁচে থাকতো, আজ যদি প্লেটো এই ব্লগে লিখতো, তারাও এই পরামর্শ দিত না।
খারাপ বা থার্ড ক্লাশ মানুষ হলে অনেক সমস্যা। অনেক বিপদ। এই থার্টিফার্ষ্টের প্রাক্কালে আসুন ফার্ষ্ট ক্লাশে নিজেদের জায়গা করে নিই।
একটা গল্প বলি, একটা বাস নষ্ট হয়ে গেছে।
তো কণ্ডাকটর বাসের ভেতরে এসে বলছেন, ফার্ষ্ট ক্লাসের যাত্রীরা সিটে বসে থাকুন। সেকেণ্ড ক্লাশের যাত্রীরা নিচে নেমে দাঁড়ান আর থার্ড ক্লাশের যাত্রীরা আমার সঙ্গে এসে ঠেলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।