এই কারণে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাখানেকের মতো যান চলাচল বন্ধ থাকে।
টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ‘টপবটম কারখানা’সহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে গাড়ি চলাচল শুরু হলেও মহাসড়কে যানজট রয়েছে।
আর শ্রমিকরা সড়ক থেকে সরলেও সাড়ে ১০টার দিকেও তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।
এসআই মনিরুজ্জামান বলেন, “মহাসড়কের একটি লাইন খুলে দেয়া হয়েছে, ওই পথ দিয়ে অল্প কিছু যানবাহন চলাচল করছে।
এ কারণে ওই এলাকায় যানজটও বেড়েছে। ”
তিনি জানান, সকাল ৮টার দিকে কাজে যাওয়ার পথে টঙ্গীর মিল গেইট এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় আহত হন ‘টপবটমের’ পোশাক শ্রমিক শারমীন (৩০)।
শারমীনকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যু হয়েছে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
টঙ্গী হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারমীনের অবস্থা গুরুতর।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শারমীন টঙ্গীর তিস্তার গেইট এলাকায় থাকতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।