আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে বাংলালিংক কর্মকর্তা খুন, টাকা লুট

নিহত আহমেদ মোস্তফা (৩২) বাংলা লিংকের টঙ্গী ভয়েস মার্কেটিং কার্যালয়ে বিক্রয় কর্মকর্তা হিসাবে ছিলেন।
টঙ্গী থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোস্তফা সাতাইশ এলাকায় যান টাকা সংগ্রহ করতে। এ সময় একদল দুর্বৃত্ত তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মোস্তফা তাতে বাঁধা দেন।
এক পর্যায়ে তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে ছিনতাইকারীরা।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলালিংকের ব্যবস্থাপক মো. জাফর আহমেদ সাংবাদিকদের জানান, মোস্তফার ব্যাগে কতো টাকা ছিল তা তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, মোস্তফার মাথা ও মুখসহ শরীরের কয়েক স্থানে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.