আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে আশরাফের গাড়িবহর লক্ষ্য করে হামলা

ফাইল ছবি বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।   
ফাইল ছবি
স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সকালে ঢাকা থেকে নিজের এলাকা কিশোরগঞ্জের পথে রওনা হন।
তার গাড়িবহর টঙ্গীর হোসেন মার্কেট পার হওয়ার পরপরই রাস্তার ওপর অন্তত তিনটি হাতবোমা ও ঢিল ছোড়া হয়।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, “ঢিলের আঘাতে কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে। তবে মন্ত্রীর গাড়িবহর নিরাপদেই গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে।

তাদের গাড়ির কোনো ক্ষতি হয়নি। ” 
সৈয়দ আশরাফের গাড়ি বহরই এ হামলার লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন ওসি।  
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা টঙ্গী পার হওয়ার সময় পেছনে বিকট আওয়াজ পেয়েছি। আমাদের কোথাও সমস্যা হয়নি। আমরা কিশোরেগঞ্জে পৌঁছে গেছি।


এ ঘটনায় কেউ আহত হননি বলে ওসি কাজী ইসমাইল জানান।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.