টঙ্গীতে বাসের ধাক্কায় আহত পোশাক শ্রমিক শারমিনের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানা পুলিশ জানায়, শনিবার সকাল আটটার দিকে কাজে যাওয়ার পথে টঙ্গীর মিল গেইট এলাকায় বিআরটিসি'র একটি বাসের চাপায় আহত হন শারমিন। তিনি টপ অ্যান্ড বটম নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
শারমিন আহত হওয়ার খবর পেয়ে সহকর্মীরা টঙ্গীতে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করে।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাখানেকের মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে গাড়ি চলাচল শুরু হয়।
সকাল সাড়ে ১০টার দিকেও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।
শারমিনের বাড়ি শেরপুরের দরিয়া এলাকায়। তার স্বামী আসাদুল ইসলামও আরেকটি পোশাক কারখানায় কাজ করতেন।
টঙ্গীর তিস্তার গেইট এলাকায় স্বামীসহ বসবাস করতেন শারমিন। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।