আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে বাস ও কারখানায় শ্রমিকদের আগুন

টঙ্গীর একটি পোশাক কারখানার ভবনে আজ সোমবার সামান্য ফাটল দেখা দিলে স্থানীয় সব পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি যাত্রীবাহী বাসে ও একটি পোশাক কারখানায় আগুন দেন। দুপুর ১২টার দিকে টঙ্গীর ২৭ রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টঙ্গী এলাকার ২৭ রোডে এসপিএম গার্মেন্টসের ভবনের দ্বিতীয় তলার সামনে সামান্য ফাটল দেখা দেয়। এরপর পোশাক কারখানাটির শ্রমিকেরা ভবন থেকে বেরিয়ে যান। একই ভবনের তারা টেক্সট নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিকেরা আশপাশের পোশাক কারখানায় এ খবর জানালে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন। এ ঘটনায় টঙ্গীর এসব পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
টঙ্গী সার্কেলের ঊর্ধ্বতন পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.