আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা পরিষদ

আমি বিদ্রোহী

উপজেলা পরিষদকে ৩ অক্টোবরের মধ্যে কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলন রিবেল মনোয়ার উপজেলা পরষিদকে ক্ষমতা না দেয়া ক্ষুদ্ধ এ পরিষদের চেয়ারম্যানরা। ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও দিয়েছে এ সংগঠনটি। এছাড়াও ৩ অক্টোবরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় গণসংযোগ, মানববন্ধন, সমাবেশে এবং ৩ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলম বিরতি। আর এসব কর্মসূচিতেও যদি উপজেলা পরিষদকে কার্যকর করা না হয় তা হলে ৩ অক্টোবরের পর থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতারা।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান, মোহাম্মদ গিয়াস উদ্দিন, এহছানুল হায়দার বকুল, এডভোকেট মনিরুল ইসলাম মনির, আব্দুর রউফ, আব্দুর রহিম খান, মোহাম্মদ আব্দুল মালেক চিশতি প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনের ১৮ মাস চলে গেলেও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এখনো কোনো ক্ষমতা হাতে পায়নি। বক্তব্যে বলা হয়, এ পরিষদকে অকার্যকর করতে বিশেষ একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সরকার, উপজেলা পরিষদ এবং জনগণের মধ্যে দুরত্ব সৃষ্টি করছে।

যা একটি গণতান্ত্রিক সরকারের জন্য অনুকুল নয়। বক্তব্যে বলা হয়, যদি কোনো মহল এ কাজের সঙ্গে জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এতে আরো বলা হয়, সংবিধানের ৫৯ এবং ৬০ অনুচ্ছেদে বলা আছে উপজেলা পরিষদের কাজের কথা। অথচ সে অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের কোনো কাজ দেয়া হচ্ছে না। সৃষ্টি করা হচ্ছে দ্বৈত শাসন নীতি ।

আর এতে উপজেলা পরিষদ পুরোপুরি অকার্যকর হয়ে পড়ছে। হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ১০টি মন্ত্রনালয়ের ১৩টি বিভাগকে উপজেলা পরিষদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা হলেও এর সঙ্গে উপজেলা পরিষদের কোনো যোগাযোগ নেই। অথচ সংবিধানের তৃত্বীয় তফশিলে উপজেলা পরিষদের মধ্যে কাজের হস্তান্তরের কথা থাকলেও কোনো ক্ষমতা দেয়া হয়নি। তবে উপজেলা পরিষদে কার্যকর করতে হলে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত।

তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের উন্নয়ন সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চত করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আর এসব কর্মসূচিতেও যদি উপজেলা পরিষদকে ক্ষমতা দেয়া না হয় তা হলে ৩ অক্টোবরের পর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.