আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশা মাখা এই ভোর

কর্মঠ লোক রাজা হবে কিন্তু অলস চিরকালই প্রজা থাকবে।

আজ অনেক কুয়াশা মাখা এই ভোর তাই বুঝি দেখিনা সামনে বহু দূর। দেখিনা সামনে আজ অন্যায় শত শত কত অত্যাচারে মানুষ আজ হচ্ছে জর্জরিত। দেখিনা আজ ক্ষুদার্থ মাখা সেই মুখগুলি চলার পথে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটি। দেখিনা আজ অসহায় চোখে অশ্রুসিক্ত জল খুজিনা তাদের কোথায় আছে,সেই অত্যাচারীর দল। গরীবের পেটে লাথী মেরে আজ তারা কোটিপতি আবার তারাই দেশের জননেতা,জনদরদী আমার চোখে ঝাপসা লেগেছে ভোরের কুয়াশায় তাইতো আমি বয়ে চলেছি সারাদিনের অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আজ রক্তচক্ষু খুলতে হবে অত্যাচারীর গলদেশে ন্যায় হাতিয়ার তুলতে হবে। বিশ্ব যত সত্যসৈনিক নাড়াও মাথা আওয়াজ তুলে মরতে হলে মরবো মোরা তবু ন্যায়ের কথা বলবো খুলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।