আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

উদ্যানের ঘাসগুলো বহুধর্ষিত স্মৃতির মত মুখ তুলে তাকিয়ে আছে কুয়াশার ঐ প্রান্তে শুনেছি এবারের শীতে ডুবে গেছে অনেকগুলো লঞ্চ, কয়েকটা জেলে নৌকা কুয়াশা সহ্য করতে না পেরে শুনেছি ওদের পোষ্টমর্টেম করা দেহগুলোর দেখা মিলবে, কেরাণীগঞ্জের দুই পাড় ভাসমান পতিতাগুলো ওখানেই শুকাতে দেয় দিনের পোশাক রাতের শিশু আর ভাঙ্গা খদ্দের শুনেছি আসছে গ্রীষ্মেও দেখা দেবে শিশিরের দল সময় করে দুই বেলা ভোর ছ'টা আর রাতের খাবারের পর শুনেছি এবারের বর্ষায় ঘাসগুলো শেষবারের মত মুখ উঁচু করে দাঁড়াতে চাইবে আর প্রাণপণে ঠেকাতে চাইবে কুয়াশার নিবিড় ঝড় অনেক প্রজাপতি মারা যাবে অনুমান করি অনেক ঈগলের থমকে যাবার পর শুনেছি এবারের কুয়াশা খুব ভয়ানক হবে বোঝাবুঝির আগেই, সতর্ক হবার আগেই হারিয়ে যাবে বুনট মেঘেদের ঘর যদি আমি টিকে যাই যদি আমি কুকুর হয়ে উঠি তাহলে কোন এক ঘাসে তোমাকে কি খুঁজে পাব কুয়াশা সরে যাবার পর?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।