এক্সাইল, কানিং এন্ড সাইলেন্স...
ঘন কুয়াশার শুভ্র মলাট
দূর থেকে ধেয়ে আসা চাঁদের নিষ্করুন অপার্থিব
ধোঁয়াটে আলোর ঝাপসা আবির;
তোর শাড়ির আঁচলের ঝকঝকে ঘ্রাণ,
ভালবাসা বাতাসের গায় মিশে রয়,
চল, শিউলি কুড়াই এই ভরা কুয়াশার ভারে,
আর কবে পাই তোকে এতো ঝাপ্সা চাদরের
শুভ্র আদরে...!
দেখ, দূরে কোথাও রাত নেই,
দিন এসে চলছে বয়ে তারাদের চোখ মেরে মেরে,
তোর এতো ভাগ্য কই,
পেয়েছিস মানব সন্তান, দেব কোথা পাবি?
মেয়ে, অই পাহাড়ের সবুজ আহারে, হারাবি?
সাগরের নীল, প্রায়শঃ একা, আহ ভালবাসা !
আকাশ ,সাগর এর মাঝে - নিশ্চল, মুমূর্ষু কুয়াশা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।