আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারি বলো মরিছে মানুষ...

ভালো আছি কোন বেজন্মা কয় রে এইটা আল্লাহর গজব ? ও তো মানুষ না । অরে হুজুর-আলেম কয় কোন হারামির বাচ্চা ? আহমদ শফী সাহেব হুজুর এখন গর্জে ওঠেন না কেন ? ইসলামি নেতৃবৃন্দ এখন কেন বলেন না, যারা এতদিন নারী অধিকারের নাম করে গ্রামের অবলা মেয়েদের গার্মেন্টসে টেনে আনছো, তারা ওদের লাঞ্চনা ছাড়া আর কী দিছো ? কয় টাকা বেতন দিছো ওদের ? মালিকদের এক বেলা বুফের ভোজন পরিমাণ টাকা মাস শেষে ওদের হাতে দেও নাই । বছর বছর তাজরীন আর রানা প্লাজার মতো হত্যাকাণ্ড ঘটায়া শ্রমিক নারীদের পিষে মারছো । আর নয় পুঁজিবাদী দাদারা । এবার সেই শ্রমিকদের নিয়ে লড়াই শুরু করবো আমরা ।

কেন লংমার্চের মতো লক্ষ জনতা নিয়ে পুঁজিবাদীদের কলার ধরে রাস্তায় ফালায়া পিটায় না কেন হেফাজত ? কিসের হেফাজত-শাহবাগ এখন ? কিসের দল মত ? কিসের ব্যানার ফেস্টুন ? হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারি বলো মরিছে মানুষ সন্তান মোর মার । আমরা বাংলাদেশি নিপীড়িত মানুষ । যুগ যুগ ধরে নির্যাতিত এই শ্রমিকেরা আমার ভাই । আমার রক্তের বোন । ওদের গায়ের রক্ত পানি করে বানানো পোশাকে আমি লজ্জা নিবারণ করি ।

আমি সেই পোশাক গায়ে দিয়ে হুজুর সাজি, সাহেব সাজি । মসজিদের ইমামরা নীরব কেন ? আজ জুমার দিন কেবল দোয়ার ফুলকি উড়িয়েই আপনার কম্ম শেষ ? কেন মুসল্লিদের কাছে হাত পেতে কয়টা পয়সা তুলতে পারলেন না ওদের সাহায্যের জন্য ? শরম লাগে ? মসজিদের টাইলস পাকা করার সময় আপনার ভণ্ডামি মার্কা এই শরম কই থাকে ? যাদের উদ্ধার করা গেছে, তাদের চিকাৎসায় আরো লক্ষ কোটি টাকা দরকার । সরকার বিশ হাজার টাকা দিয়া সটকে পড়তে চায় । ধরো সরকারকে । প্রত্যেক নিহত পরিবারের ভরণ পেষণ, প্রত্যেক রোগির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সব খরচ না দেয়ার আগে যেন গদিও ছাড়তে না পারে এরা ।

জাগো মানুষ । সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । (সকালে স্ট্যাটাস দেইখা বহু হেফাজতি বন্ধুরা আমাকে গালি দিছেন…তাদের কাছে প্রশ্ন করি, রানা প্লাজা ধ্বসে যাওয়ার পরে আপনাদের ফেনী সমাবেশ হলো, সেখানে সাভারের শ্রমিকদের উদ্দেশ্যে কী ভূমিকা রেখেছেন আপনারা ? আজ চট্টগ্রামের সম্মেলনে তাদের জন্য কয়টা পয়সা তুলেছেন ? আমি মূর্খ । দয়া করে আমাকে একটু জ্ঞান দিন । ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.