আমাদের কথা খুঁজে নিন

   

হুজি সন্ত্রাসী সংগঠন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ঘোষণা

বাঙ্গাল মানুষ

আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের হারকাতুল-জিহাদ ইসলামি (হুজি)কে সন্ত্রাসী সংগঠনে হিসেবে ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ যৌথভাবে এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ কথা জানায়। এছাড়া হুজির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস কাশ্মিরিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। আফগানিস্তানে তালেবানদের উত্থানের পর থেকে হুজির তৎপরতা বৃদ্ধি পেতে থাকে।

ধীরে ধীরে তারা পাকিস্তান ভারতসহ দক্ষিণ এশিয়ায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ এ সংগঠন এবং কাশ্মিরিকে কালো তালিকাভুক্ত করেছে। জাতিসংঘের এ সিদ্ধান্তের ফলে এর সদস্য রাষ্ট্রগুলোতে হুজি এবং ইলিয়াস কাশ্মিরির সম্পদ জব্দ এবং তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হবে। শুক্রবার বিকেলে মার্কিন স্টেট ডিপার্মেন্টস কো-অর্ডিনেটর ফর কাউন্টার-টেরোরিজম এর মুখপাত্র ডেনিয়েল বেনজামিন এক বিবৃতিতে বলেন, কাশ্মিরি এবং হুজির বিরুদ্ধে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যৌথ নিষেধাজ্ঞা শুক্রবার থেকে শুরু হয়েছে। কাশ্মিরির বিরুদ্ধে ভারতের মুম্বাইয়ে ২৬/১১ হমলার সঙ্গে জড়িত এবং ভারত ও পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে।

২৬/১১ ঘটনায় জড়িত ডেভিড হেডলির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০০৭ সালের হায়দরাবাদ বোমা হামলা, ২০০৭ সালের মার্চ মাসে বারানসীতে একটি হামলার অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অর্থমন্ত্রী টিমোথি গেথনার হুজিকে একটি বিদেশি সন্ত্রাসী সংস্থা হিসেবে অভিহিত করেছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.