আমাদের কথা খুঁজে নিন

   

মনসুর আমারই জয় হল। তোমার শুভবুদ্ধির উদয় হওয়ায় তোমাকে অভিন্দন।



একদা আমি স্বাধীন মত প্রকাশের সুষ্ঠু প্রচেষ্টা চালাতে চেষ্টা করায়। বিশিষ্ট ব্লগার মনচুর আমারে ব্লক করে। ফলে আমি তার ব্লগে গিয়া চুপিসারে মাইনাচ দিতে পারছিলাম না। অবশেষে আর একটা আইডি খুলতে বাধ্য হই কিন্তু সামু আইজো আমারে দেহে আর দেহে (দেখে আর দেখে)। এই ভালা পুলাডার নতুন আইডিডারে আজো মুক্তি দেয়নি।

তয় সুখবর হইল এইডা আইজ দেখি মনচুর আমারে ব্লক ছাড়াইচ্ছে । আমি আনন্দিত। মনচুরের জন্য দোয়া করছি আর আমার টাকা ফেরত পাইবার গণতান্ত্রিক আন্দোলন চালাইয়া যাইবার শপথ নিচ্ছি। মনচুর তোমার শুভবুদ্ধির উদয় হোক আমার টাকা মুপাইলে পাঠাইয়া দাও। ইহা একটি ১০০০% সত্য পোস্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.