আহসান জামান
প্রতিদিন আমরা আকাশ দেখি। দেখি, সূর্যতাপিত দুপুর উথলে ঘুরে যায় ঘড়ির কাঁটা। আমরা কেবলই গণনার নামতা পড়ি আর রোজ ক্রমশঃ এগিয়ে যাই এক পার্থবচাকার আবর্তে।
প্রতিদিন অপেক্ষার চাওয়া-পাওয়ার গদবাঁধা অংক শিখি। শিখি, সত্য আর মিথ্যের মাখামাখি রংতুলির কারুকাজ। এইসব হাসি-কান্না, আশা, আঙ্খাকার দোদ্যুলতা।
পাখির ডানা ফসকে বিরহ উড়ে এলে সারাবিকেল নিঃসঙ্গতার নিরিবিলি; সন্ধ্যার চাবি খুলে ঢুকে পড়ে অন্ধকার। আমাদের ক্লান্তির দু'চোখে আলোর স্বপ্ন বুলাতে বুলাতে চোখময় ঘনঘুমে বুজে দেয় অচিন নিথর।
এক চাঁদ মুঠোমুঠো জোছনাজলে মেতে ওঠে আকাশে, সারারাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।