আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার বইমেলা প্রাঙ্গণে আপনার বন্ধুর সাথে মিলিত হন


বর্ষার বইমেলা প্রাঙ্গণে আপনার বন্ধুর সাথে মিলিত হন সরসিজ আলীম কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে ২য় বর্ষার বইমেলা। ০১ আগস্টÑ ১০ আগস্ট ২০১০ অবধি ১০দিন ব্যাপী এই বইমেলাটির আজ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রি দিলীপ বড়ুয়া। দেশের ৫০টি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে পাঠক-লেখক, সাংবাদিক, শিল্পীদের উপস্থিতিতে একটা উৎসবমুখর পরিবেশ মেলার আয়োজকদের বিপুলভাবে অনুপ্রাণিত করেছে। উদ্বোধনী দিনের বেচা-বিক্রিতে খুবই খুশি বিক্রেতাগণ। আজকের বর্ষার গান ও কবিতা পাঠ উপস্থিত শ্রোতাবৃন্দকে মূগ্ধ করেছে।

মেলার চমৎকার সাজসজ্জা, সুব্যাবস্থা, তাবৎ মনোরম পরিবেশ পাঠককে মেলায় আসতে আগ্রহী ক’রে তুলবে ব’লে আশাবাদ ব্যক্ত করা যায়। দেশি-বিদেশী সৃজনশীল-মননশীল বই, শিশুদের বইয়ের বিপুল সমাহার এই বইমেলাতে আলাদা একটা মাত্রা যোগ হয়েছে বলা যায়। সম্পূর্ণ পরিচ্ছন্ন, স্বাচ্ছন্দময় পরিবেশ, মহিলা ও শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ এ প্রাঙ্গণ। তরুণ লেখকদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ দেখা গেছে। প্রবীণ লেখকদের উপস্থিতিও কম নয়।

০২ আগস্ট বইমেলার ২য় দিনে মেলা প্রঙ্গণের কবি শামসুর রাহমান মঞ্চে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কথাসহিত্যিক হাসান আজিজুল হক ও আনিসুল হক। বিষয়: বর্ষা ও বাংলা সাহিত্য। মেলায় চলছে অফুরন্ত আড্ডা। আড্ডায় অংশ গ্রহণ করুন। নবীন-প্রবীণ লেখকবৃন্দের সান্নিধ্য উপভোগ করুন।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন। আবৃত্তি শুনুন। কবিকণ্ঠের কবিতা পাঠ শুনুন। পাঠককে উৎসাহিত করুন। আপনার অনেক অনেক বন্ধুর সাথে মিলিত হন এই মেলা প্রাঙ্গণে।

সুন্দর থাকুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।