ভাষণ আছে শাসন নাই
গনতন্ত্র আছে প্রয়োগ নাই
নেতা আছে নীতি নাই
পক্ষপাত আছে নিরেপেক্ষতা নাই
বিরোধ আছে সমঝোতা নাই
ভক্ষক আছে রক্ষক নাই
পরিকল্পনা আছে বাস্তবায়ন নাই
মোকদ্দমা আছে নিষ্পত্তি নাই
প্রশাসন আছে নিরাপত্তা নাই
অঙ্গীকার আছে পালন নাই
মন আছে মানসিকতা নাই
ব্যর্থতা আছে পদত্যাগ নাই
সন্ত্রাস আছে সাজা নাই
চাঁদাবাজ আছে বাধা নাই
তর্ক আছে যুক্তি নাই
শোষন আছে মুক্তি নাই
ভুল আছে সংশোধন নাই
ঘর আছে বেড়া নাই
তোষামোদ ছাড়া উন্নতি নাই
ঘুষ আছে চাকুরী নাই
যৌতুক আছে বিয়ে নাই
অস্ত্র আছে লাইসেন্স নাই
বিদ্যালয় আছে শিক্ষা নাই
কবিতা আছে ছন্দ নাই
সাহিত্য আছে চর্চা নাই
চলচ্চিত্র আছে কাহিনী নাই
ধর্ম আছে কর্ম নাই
পাপ আছে অনুতাপ নাই
ধনী আছে যাকাত নাই
ওজন আছে ঠিক নাই
হাসপাতাল আছে ডাক্তার নাই
রোগী আছে ওষুধ নাই
সেবিকা আছে সেবা নাই
আমদানী আছে রপ্তানী নাই
লোকসান আছে লাভ নাই
ঋণ আছে পরিশোধ নাই
খাতা আছে হিসাব নাই
সাধ আছে সাধ্য নাই
নদী আছে গভীরতা নাই
সম্পদ আছে আহরণ নাই
সূচনা আছে শেষ নাই
জম্ম আছে নিয়ন্ত্রণ নাই
জনশক্তি আছে ব্যবহার নাই
বেকার আছে কর্ম নাই
কারখানা আছে উৎপাদন নাই
জীবন আছে যৌবন নাই
রূপ আছে লাবন্য নাই
শরীর আছে স্বাস্থ্য নাই
হাহাকার আছে পরিত্রাণ নাই
প্রতীক্ষা আছে প্রত্যাশা নাই
শেষ কথা যাহা চাই তাহা নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।