আমাদের কথা খুঁজে নিন

   

যাহা লাউ তাহাই কদু...............



ইহা একটি লাউ এর ছবি। মাঁচা হইতে ঝুলায়মান। লাউ এর অপর নাম কদু। প্রবাদ বাক্য আছে- যাহা লাউ তাহাই কদু। এ প্রবাদ বাক্যের পিছনে একটি ছোট গল্প রহিয়াছে- প্রাচীন কালে এক দেশে ছিল এক রাজা।

রাজার প্রিয় খাবার ছিল কদু। রাজা প্রতি বেলার খাবারে সেরখানেক কদু ভক্ষন করিতেন। শুধু তাই নয় তিনি তার পাত্র-মিত্র-সভাসদ সবার জন্যে তিনবেলা কদু খাওয়া বাধ্যতামূলক করিয়া দিয়াছিলেন। দিন যায়, মাস যায়। এক সময় দেশে কদুর আকাল পড়িল।

ইতিমধ্যে দেশের সকল কদু শেষ। মায় শাক-পাতা-লতা-গাছ সবকিছু সহ কদু সবংশে বিনাশ হইল। দেশ বাসী পড়িল মহা ফাঁপড়ে। "কদু আর নাই" এ খবর রাজাকে দিতে পারছে না গর্দান যাওয়ার ভয়ে। ওদিকে আবার কদুও কোথাও পাওয়া যাচ্ছে না রাজার খাওয়ার জন্যে।

বাধ্য হইয়া তারা দিক দিকান্তরে লোক পাঠাল কদুর খোঁজে। কোথাও কদু পাওয়া গেলনা বটে, তবে লাউ নামে আরেক রকম জিনিস পাওয়া গেল যাহা দেখিতে অনেকটা কদুরই মতো। সবাই হাতে স্বর্গ পাইল। তাহাই রান্না করিয়া রাজাকে খাইতে দিল ও দিকে দিকে চাষাবাদ করিতে লাগিল। এদিকে লাউ দেখিতে কদুর মতো হইলেও স্বাদে কিছুটা ভিন্ন ছিল।

রাজা তাহা ানয়া প্রশ্ন তুলিতেই সবাই সমস্বরে বলে উঠল "যাহা লাউ তাহাই কদু"! রাজা তাহা মানিয়া লইলেন। দেশে শান্তি ফিরিয়া আসিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.