আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্লগারগো লাইগা ঐতিহাসিক একখান ঢেকি পোস্ট না পড়লে সারা জেবন পস্তাইবেন

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

ঢেকি পুস্ট আমি সাধারনত দেই না , কারন দেওনের পর দেহন যাইব কোন এক ব্লগার হুঙ্কার দিয়া লেখব ( বৃটিশ আমলের লিঙ্ক সহ ) আমি ও এইডা নিয়া লেখছিলাম । তা যাই হোক , তেনা পেচানো বাদ দিয়া আসল কথা কই । আমি এহন কমু হাইবারনেট কি , কেমনে করতে হয় , এবং এইডা কেন লাগে । আগে কই হাইবারনেট কি : কম্পিউটার বন্ধ করার পর আবার ওপেন করলে চালু হইতে কিছু সময় লাগে । এর কারন যে সব সফটওয়ার ইন্সটল করা আছে সেগুলো সব রান করার পর কম্পিঊটার পুরোপুরি কোন কাজের জন্য উপযুক্ত হয় ।

যাদের কম্পিউটার এ অনেক সফটওয়ার ইন্সটল করা এবং যাদের কম্পিঊটারের কনফিগারেশন কম তারা ব্যাপারটা ভাল ভাবে উপলব্ধি করতে পারেন । হইবার নেট করলে আপনার অপারেটিং সিস্টেম র‌্যাম থেকে সব ডাটা হার্ডডিস্কে নিয়ে সাময়িক ভাবে সংরক্ষন করে এরপর বন্ধ হয় । আপনি যখন আবার কম্পিউটার চালু করবেন তখন বন্ধ করার সময় যেমন ছিল ঠিক সেভাবে চালু হবে । যেমন আপনি একটি মুভি দেখছিলেন সেই প্লেয়ার এর উইনডো টা বন্ধ না করেই হাইবারনেট করলেন । আবার যখন পিসি চালু করবেন প্লেয়ার উইনডো ঠিক সেভাবেই থাকবে ।

এহন কমু হাইবারনেট কেন লাগে : আমাগো বাংলাদেশ যত দিন যাইতাছে ততই ডিজিটাল হইতাছে , আর যতই ডিজিটাল হইতাছে ততই লোডসেডিং এর পরিমান বাড়তাছে । মনে করেন আপনি , কম্পুটার এ জটিল এক বা একাধিক কোন কাজ করতাছিলেন , তখন হটাৎ কারেন্ট চইলা গেল , প্রথমে কি করেন !! গালি দিয়া সরকারের আর ডেসার চৌদ্দ গুস্টি উদ্ধার করেন তারপর কাজ গুলা সেইভ কইরা সাট ডাউন কইরা দেন । আবার চালু করলে সব কাজ গুলা আলদা আলাদা ভাবে চালু করতে হয় । না আর নয় টেনসন , আপনাদের জন্য আছে হইবারনেট । যে অবস্থায় কম্পিউটার অফ করবেন সে অবস্থায় চালু পাইবেন ।

এইবার লাইনে আসি হাইবারনেট কেমনে করে : প্রথমে ডেস্কটপে যান তারপর Mouse Right Button --> Properties --> Screen saver এর পর নীচের মত অবস্থা হইব , এইখান থেকে power এ ক্লিক করলে নিচের উইনডো পাইবেন , তারপর Hibernate সিলেক্ট করুন , করা হলে enable Hibernate অপশনটাতে টিক চিন্হ দিন । এরপর apply করে ok প্রেস করুন । এখন আপনি হাইবারনেট করতে হইলে , start--> Turn off computer select করুন । তারপর নিচের window টা আসবে, এরপর SHIFT চেপে ধরে রাখুন, তখন hibernate option পাবেন সেখালে ক্লিক করলেই আপনার পিসি হাইবারনেট হয়ে যাবে । এরপর ওপেন করতে হলে সাধারন ভাবে কম্পিঊটার ওপেন করুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.