আজ রাত ১২টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে জাহিদ হাসান ও মৌসুমী হামিদ অভিনীত বিরতিহীন নাটক 'কুফা এবং...'। আলী ইমরানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম জাহিদ। এতে দেখা যাবে, মধু গায়েনের গান ছাড়া কোনো অনুষ্ঠানের কথা ভাবাই যেত না গ্রামে। কিন্তু এখন সেই মধু গায়েনের গান শোনা তো দূরের কথা তার সঙ্গে কথা বলাও নিষেধ। তার অপরাধ, তার স্ত্রী শেফালী অদ্ভুত এক বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছে। এ নিয়ে গ্রামে নানা আলোচনা। মাজারের ফকির বলেন, এই শিশুর দিকে দৃষ্টি দিলেই অমঙ্গল হবে, শিশুটি কুফা। গ্রামের মানুষ তা বিশ্বাস করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।