আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা করল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বজলুর রশীদ (৫৫) নামে বাংলাদেশি এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রামকৃষ্ণপুর ইউনিয়নের মহাম্মদপুর সীমান্তের ১৫৭-১ (এস) পিলারের কাছে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাম্মদপুর গ্রামের চার-পাঁচ জন কৃষক সীমান্ত-সংলগ্ন মাঠে ঘাস কাটতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাউশমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বজলুর রশীদ তাদের হাতে ধরা পড়েন। পরে বাংলাদেশের ভূখণ্ডে তার লাশ পাওয়া যায়। বজলুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা জানান। বিজিবি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন জানান, বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.